
শুদ্ধস্বর রিপোর্ট। লন্ডন ভিত্তিক বাংলা রেডিও বেতার বাংলা আজ লন্ডনের ফরেস্ট গেট অফিস থেকে সম্প্রচার শুরু করেছে , বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরী শুদ্ধস্বর ডট কমকে জানান অনেক জটিলতার পর আজ আমরা নতুন অফিস থেকে সম্প্রচার শুরু করেছি , এখন থেকে নিয়মিত অনুষ্ঠান গুলো প্রচারিত হবে , তিনি বলেন বেতার বাংলাকে এগিয়ে নিতে সকল সহকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করছেন ,নাজিম চৌধুরী আশা প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশীদের প্রিয় রেডিওকে বাঁচিয়ে রাখতে সবাই সহযোগিতা করবেন ।
উল্লেখযোগ্য যে বাংলাদেশের বাইরে বেতার বাংলা ই একমাত্র রেডিও যারা ২৪ ঘণ্টা সম্প্রচার করেছে , এবং কমিউনিটি যাবতীয় সমস্যা তুলে ধরছে , বেতার বাংলা নির্মাণ করেছে প্রবাসীদের মধ্যে সেতু বন্ধন । লন্ডনে বেতার বাংলার শ্রোতা ফোরাম ও রয়েছে ।