Monday April12,2021

কলকাতায় নিজেকে তসলিমা নাসরিনের মেয়ে বলে দাবি করা অঙ্কিতা ভট্টাচার্যের বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন তসলিমা নাসরিন। সেই সঙ্গে মেয়েটির দাবিকে আজগুবি আখ্যা দিয়ে ছবিতে থাকা মেয়েটির পরিচয়ও তুলে ধরেছেন। সূত্র : কলকাতা২৪

Taslima-Ankita1-500x262

তসলিমা নাসরিন সর্বশেষ ফেসবুক পোস্টে দাবি করেছেন, ওই ছবিতে যে মেয়েটিকে দেখা গেছে, তা আদৌ অঙ্কিতার নয়। বরং ওই ছবি সল্টলেকের অরুণ চক্রবর্তীর মেয়ের। আর ছবিতে যে বয়স্ক ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে, তিনি রেখাচিত্রমের শিল্পী রেখা চক্রবর্তী।

গতকাল শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমানের বাসিন্দা অঙ্কিতা ভট্টাচার্য কলকাতা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেন, তার মায়ের নাম তসলিমা নাসরিন এবং তার বাবা বিজেপি সাংসদ জর্জ বেকার।

কলকাতার সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর দুই বাংলায় আলোচনা শুরু হয়। একই সঙ্গে নড়েচড়ে বসে নয়াদিল্লি। অঙ্কিতা একটি ছবি সংবাদমাধ্যমের হাতে দেন। যে ছবি তাঁর কৈশোরের। সেই ছবিতে তসলিমা নাসরিনও রয়েছেন।