Tuesday March9,2021

received_481774662306314

১)

বালিকা তোমার ভেতরে ঈশ্বরত্বের একটা ছায়া আছে
আমি নিয়ত তোমাতে বিলীন হই,
তোমার অপরিপক্ক বক্ষ তাই আমার পৃথিবী-
চির শান্তির আধার।
তোমার এক চুমুতে হাউজে কাওসার খুজে পাই
জীবনের সব অপূর্ণতা পায় পূর্ণতা
তোমার ভেতরে ঈশ্বরত্বেও ছায়া আছে
তুমি বৃষ্টির মতন
তুমি চাঁদের আলোর মতন
তুমি নিঝুম দুপুরের থমকে যাওয়া সময়ের মতন
তুমি মানবী
তুমি ঈশ্বরী
তুমি ভালবাসা আমার।

২)

শান বাধানো সেই পুকুর ঘাটে আর চাঁদের আলো পড়েনা

ফিকে হয়ে এসেছে দেয়ালের নীল রঙ
কামরাঙা গাছে বসে আর শীষ দেয় না ভোঁরের দোয়েল
ইতিহাসের আস্তাকুড়ে চাপা পড়েছে দেওয়ান বাড়ির অস্তিত্ব
সবুজ দিগন্ত ছেয়ে গেছে ধুসর গোধুলী আলোয়
লাস্যময়ী পৃথিবী হয়েছে সংকীর্ন
মর্মমূলে বিধেছে তীর অভিশাপের
মিশে গেছে অস্তিত্বে ভালবাসার পাপ
মরণ যন্ত্রনায় প্রায়শ্চিত্ব করি ভালবাসার অপেক্ষায়….

৩)

মিশেছে দিগন্তে আকাশ,পাহাড় করেছে অভিমান
মনেতে লেগেছে রঙ,সমুদ্র করেছে রৌদ্রস্নান
কেয়ার সুবাসে মাতন উঠেছে বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
ভাঙনের সুর বাজছে ওই উত্তর আকাশের কোনায় কোনায়
লয়,তাল,সুর মিশে একাকার
বাজিছে বাশরী,গাইছে কিশোরী গান, চমকিত পৃথিবী
সিতারার দল করে হাহাকার।

৪)

জাগিছে নক্ষত্ররাজি,বসিয়েছে মেলা মাঝ আকাশে
কদম্ববনে ছুটেছে বালিকা প্রেমিকের টানে
ওরে তোরা দেখে যা আজ আলোয় ভেসেছে প্রেম যমুনা
য়াঙ্গিম হ্রদের সুন্দর চুরি করে মালা গেথেছে কঙ্কাবতী
নেমে এসেছে আকাশপরীরা,নাচছে নগ্ননৃত্য
রঙধনু করেছে অভিমান
মিশে গেছে জীবন সময়য়ের পথে
মর্মমূলে ভালবাসা করে আনচান।