রাতের নীরবতাগুলো হঠাৎ কান্না করে উঠলো,
জানালায় আকাশ দেখার চেষ্টা করে দেখি ভয়ংকর কালো মেঘে আচ্ছন্ন সে-
উত্তর আকাশে নেই সপ্তঋষিরাও,
নক্ষত্রের আত্মহননে যুদ্ধের দামামা বেজে উঠেছে অন্তরীক্ষে,
পৃথিবীর সব নীরবতাগুলো হঠাৎ কান্না করে উঠলো।
বুকের ভেতর অনুভূত হলো ব্যাথা একটা,
সেকি খান্ডবদাহন নাকি কুরুক্ষেত্র?
নাকি ইস্রাফিলের শিঙ্গার আওয়াজের ধ্বংসলীলা?
যেন নূহের প্লাবনে ভরে গেল নেত্র।
রুদ্র তান্ডবে কম্পিত হলো হৃদয়-পৃথিবী,
সতীহারা শিবের পদভারের মতো ভারী কম্পন যেন গুড়িয়ে দিলো সব নীরবতা-
নিমিষেই শেষ হয়ে গেল সব,
বিষসাগরে ডুবে গেল সব ভালবাসা,বিশ্বাস আর করুণাধারা-
আমি সব নীরবতা ভেঙে করি ধ্বংসের আয়োজন,
আজ নৈঃশব্দবতী নামের একটি শব্দের বিসর্জন….
More Stories
এপ্রিলেই আসছে মেট্রোরেলের প্রথম কোচ
পরিবর্তনের বাতাস বইছে : রিজভী
ভাসানচরে যুক্ত হলো আরো ১৭৫৯ রোহিঙ্গা