Monday March8,2021

যে ভালোবাসায়
প্রকৃতির শুকনো ঝড়া পাতার
মরোমি শব্দ বাজে
ঝড়ে পরা বাসি ফুলের
অনেক সুভাষ আসে।
ভেঁজা বকুল তলায়
হাটতে পা শিহরিত হয়!
চাঁদনি পোসরে
নিজের ছায়ায় চমকিত যায়
সে ভালবাসা কেবলি মমতায়।

ভালোবাসা, সেকি কেবলি পাবার?
ভালোবাসা, নয় কি ভোগাবার?
নয় কি কভু হারাবার?
ভালোবাসা, সে তো
হৃদয়ের মরমী ছোঁয়া
নিঃশ্বাসে থাকে অমৃতির ধোঁয়া।
যে ভালোবাসার প্রশ্বাসে
বিন্দু বিন্দু আশ্বাসে
আকাশ মাটি আসে সমতলে।
সে ভালোবাসা নিরীহ নয়
তবুও, স্বপ্ন যদি ভঙ্গ হয়!
সে ভালোবাসার অন্তরায়
মননে কভু লুকানো না যায়
হৃদয় কে কুঁড়ে কুঁড়ে খায়!
সে ভালোবাসা
কালে কালে বৃথাই যায়।

যে ভালোবাসায়
মননে ধরে ক্ষয়, মস্তিষ্কে ধরে ঘুণে
নিঃশেষিত হয়!
তবুও, খোঁজে হৃদয়ের অন্ত কোণে।
যে ভালোবাসা
স্বপ্নে আসে বারবার
হৃদয় খুঁজে অধিকার
মিলে না কভু হিসেবের খাতায়!
সে ভালোবাসা অনুরাগেই গাঁথা
জীবন ভাসে শূণ্যের মাঝে
প্রণয় আসে না জীবন পাতায়।
যে ভালোবাসা অর্থ বিহীন
কস্ট থাকে তবুও, হৃদয়ের গহীন
বুঝে না ভিন্ন জনে!
সে ভালোবাসা মিলে না সহসা
জীবন কে করে অমাবস্যা!
তবুও, সে অবুঝ ভালোবাসা
হৃদয়ে বেঁধে থাকে বাসা।
যে ভালোবাসায় বেদনা রয়
সে ভালোবাসা কভুও ভুলিবার নয়।
কেননা, হৃদয় যে মমতা কে
করে থাকে জয়।

 

20181013_134946

বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক,শুদ্ধস্বর, ডটকম