শুদ্ধস্বর রিপোর্ট: বিএনপি নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সরকার উদ্দেশ্যমূলকভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দলটির নেতাদের কারাদণ্ড ও মৃত্যুদণ্ড দিয়েছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রায়কে ‘ফরমায়েশী রায়’ অভিহিত তা প্রত্যাখ্যানের কথা জানান বিএনপির মহাসচিব ।
২০০৪ সালের আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের রায় এসেছে আদালতে।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন বুধবার আলোচিত ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় এই রায় ঘোষণা করেন।
More Stories
আ. লীগ মাঠে নামলে বিএনপি পালাবার পথ পাবে না: শামীম
বার্নিকাটের গাড়িবহরে হামলার অভিযোগপত্র আদালতে
প্রয়োজনে প্রতি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: তাপস