যে দেশে যখন কোন রাজনীতি থাকে না,
নেতারা তখন আর লাজ ভয় রাখে না।
জোচ্চুরি বাটপাড়ি মিছে কথা সাজিয়ে
টাকার পাহাড় গড়ে ডুগডুগি বাজিয়ে।
গরিবের নাম করে টাকা আনে ভিখ মেগে
সে টাকায় থাকে কত গরিবের ঘাম লেগে।
আত্মীয় পরিজনসহ জ্ঞাতিগুষ্টি
নেতা করে নিশ্চিত তাহাদের তুষ্টি।
হাজার হাজার কোটি ইউরো ডলার
হাতিয়ে শূণ্য করে রাষ্ট্রীয় কোষাগার।
দু হাতে বিলায় ঋণ ইচ্ছা মতন
যত বেশি দিতে পারে তত বেশি কমিশন।
ভোট এলে দুই মাস ভোটারের খুব দাম
তারপর দিলেও আর নেয় না সালাম।।
More Stories
এপ্রিলেই আসছে মেট্রোরেলের প্রথম কোচ
পরিবর্তনের বাতাস বইছে : রিজভী
ভাসানচরে যুক্ত হলো আরো ১৭৫৯ রোহিঙ্গা