নির্বাচন সামনে কিন্তু আমরা একমত হতে পারছি না নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সরকারের বাইরে থাকা দলগুলো নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি  থেকে যেমন সরে আসেনি সরকারও সংবিধানের বাইরে যেতে চাচ্ছে না, বিরোধীরা বলেছে সংবিধানের মধ্যেই সমাধান আছে আলোচনার মাধ্যমে তা ঠিক করা যায় কিন্তু সরকার কারও সাথে কোন আলোচনায় যেতে রাজী না ।এরকম অবস্থা বহুদিন চলছে, দুই বছর ধরে প্রধান বিরোধী দল সরকারের সাথে আলোচনার চেষ্টা চালিয়ে প্রত্যাখ্যাত হয়েছে , এর মধ্যে রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে বি এন পি সহ কয়েকটি দল জাতীয় ঐক্য ফ্রন্ট নামে একটি জোট গঠন করেছে সেই জোটের নেতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন । এই জোট গঠনের পর থেকেই ডক্টর কামাল হোসেন এবং জোটের নেতারা তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন সরকারী দলের নেতা মন্ত্রী  এমনকি  সরকার প্রধানের   কাছ থেকে, এখন সরকারের প্রধান প্রতিপক্ষ   জাতীয় ঐক্য ফ্রন্ট, বি এন পি নয়  বি এন পি র সাথে আলোচনা না করলে ঐক্য ফ্রন্টের সাথে আলোচনায় অসুবিধা কি তা বোধগম্য নয়    ।  পরিস্থিতি শেষ পর্যন্ত কি হবে তা কোন বিশ্লেষকই আগাম বলতে পারছে না, প্রধানমন্ত্রীর মনের কথা কি তা কেউ জানে না,সরকারী দল কি সিধান্ত নেবে তা একমাত্র প্রধানমন্ত্রীরই জানেন ।নির্বাচন নিয়ে উৎকণ্ঠা আছে জনগনের মধ্যে , নির্বাচন এলেই জনগন শঙ্কার মধ্যে থাকে, এই শঙ্কা থেকে মুক্তির জন্য সাধারন মানুষ একটি সমঝোতা আশা করে , রাজনীতি কোন ব্যক্তিগত বিষয় নয়, তাই রাজনীতিতে জয় পরাজয়ও ব্যক্তিগত নয়, এই বিষয়টি স্মরণে রেখে সরকার   জাতীয় ঐক্য ফ্রন্ট  এবং অন্যান্য দলের সাথে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ বের করবে এটাই সাধারন মানুষের প্রত্যাশা।

received_472706953256114

হাবিব বাবুল

প্রধান সম্পাদক, শুদ্ধস্বর ডট কম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.