
সৌম্য সরকার ও ইমরুল কায়েসের অনবদ্য সেঞ্চুরিতে হেসে খেলে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। প্রথম দুই ম্যাচের সহজ জয়ে সিরিজ আগেই নিজেদের করে মাশরাফি বাহিনী। নিয়ম রক্ষার শেষ ম্যাচে বাড়তি চাপ না থাকায় অনেকটা মারকুটে খেলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং নিলে সফরকারী জিম্বাবুয়ে ২৮৭ রানের টার্গেট দেয়। জবাবে বাংলাদেশ শুরুতেই লিটনের উইকেট হারালেও এর চাপ অনুভব করতে দেননি সৌম্য-ইমরুল জুটি। দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ ২২০ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়কে অনেকটা নিশ্চিত করে সৌম্য ১১৭ রানে আউট হন। ইমরুল সিরিজের দ্বিতীয় শতরান তুলে নিয়ে ১১৫ রানে আউট হন। চতুর্থ ইউকেটে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিটুন ৪৭ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।