
লিমন ইসলাম: সারাদেশের মতো মৌলভীবাজারেও রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে। আট দফা দাবির ভিত্তিতে পালিত এ কর্মবিরতির ফলে মৌলভীবাজার জেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে মৌলভীবাজার বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। এদিকে শহরে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার গুরুত্বপূর্ণ যানবাহন টমটম গাড়ি ও সিএনজি চলাচল বন্ধ রয়েছে।জানা যায়, জেলা শহরের কোর্ট রোডস্থ জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারের সম্মুখে রবিবার(২৮ অক্টোবর) রাতে মৌলভীবাজার থেকে কমলগঞ্জে যাত্রাপথে এক হিন্দু বরযাত্রার প্রায় ৮টি লাইটেস/কার গাড়িকে অর্ধ ঘন্টা সময় অবরোধ করে রাখেন জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।পরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়ছল মনসুরের নেতৃত্বে, জেলা ছাত্রলীগ নেতা মুফলেহ রহমান পৃথু, বরযাত্রার গাড়িগোলো কে অবরোধ মুক্ত করে ছেড়ে দেন।এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছাত্রনেতা ফয়ছল মনসুর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের বরযাত্রার গাড়ি ও জরুরী রোগীবাহি অ্যাম্বুলেন্স আটকে না রাখার অনুরোধ করেন। এসময়, জেলা ছাত্রলীগের কর্মী আজিজুল ইসলাম,মোঃ আল- আমিন, মুসা নবীসহ ছাত্রলীগের অর্ধ-শতাধিক কর্মীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।এ ব্যাপারে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের(রেজি নং ১২২৩) যুগ্ন সাধারন সম্পাদক সালেহ আহমদ মুঠোফোনে বলেন, আমরা বরযাত্রার গাড়ি গোলো আটকে রেখে চালকদের জিঙ্গাসাবাদ করেছি কোনো ধরনের বাকবিতন্ডা করিনি। জেলা ছাত্রলীগ নেতা মুফলেহ রহমান পৃথু মুঠোফোনে জানান, হিন্দু বরযাত্রার গাড়ি গোলোকে অবরুদ্ধ করে, চালকদের সাথে বাকবিতন্ডা চলছে খবর পেয়ে দ্রুত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছাত্রনেতা ফয়ছল মনসুর এর নেতৃত্বে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে,জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউ