মির্জা ফখরুলসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শুদ্ধস্বর রিপোর্ট :

গত রোববার ও আজ বিকালে হাতিরঝিল থানায়,পুলিশের কর্তব্য কাজে বাধা ও নাশকতার অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ২টি মামলা করা হয়েছে। মামলা নং ৫০ ও ৩। মামলার বাদী হয়েছেন হাতিরঝিল থানার পুলিশ। হাতিরঝিল থানার ডিউটি অফিসার মিজানুর রহমান মানবজমিনকে আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্ট্যার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ সভাপতি হাবিবুন নবী খান সোহেল, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ আরো ৫০ শতাধিক নেতাকর্মী রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.