
শুদ্ধস্বর রিপোর্ট । জাতীয় ঐক্য ফ্রন্টের আলোচনার প্রস্তাবে সাড়া পাওয়ার পর আগামিকাল মঙ্গলবার বিকেল তিনটায় ডক্টর কামাল হোসেনের অফিসে বৈঠকে বসবেন ঐক্য ফ্রন্টের নেতারা , সেখানেই ঠিক করা হবে কারা কারা যাচ্ছেন গণভবনে এবং আলোচনার কৌশল নিয়ে সেখানে আলোচনা হবে , ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য মোমিনুল ইসলাম টেলিফোনে শুদ্ধস্বর ডট কমকে একথা জানিয়েছেন । এদিকে আজ সরকারী দল থেকে সাড়া পাওয়ার পর বি এন পি জাতীয় স্থায়ী কমিটি বৈঠক করে , জে এস ডি , নাগরিক ঐক্য এবং গনফোরাম ও নিজেদের মধ্যে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করে । রাজধানী ঢাকায় বিভিন্ন মহলে এই আলোচনা নিয়ে ব্যাপক আলোচনা হয় , অনেকেই আশা করছেন একটি সমাধান কিন্তু কিভাবে সমাধান হবে তা দেখার জন্য আমাদের আর একটি দিন অপেক্ষা করতে হবে ।