
রাজনীতি বহুদিন ধরে একই ধারায় প্রবাহিত হচ্ছে , নির্বাচন এলেও রাজনীতিতে নতুন কিছু নেই, বিরোধী দল পুরনো দাবীতেই অটল, আর সরকারী দল সংবিধানের বাইরে যেতে পারবে না , এই দুই বক্তব্য ঘুরপাক খাচ্ছে বহুদিন ধরে , দুই দলের নেতা নেত্রীদের বক্তব্যও সেই আগের মতোই , মনে হয় ভাঙা রেকর্ড বেজে চলেছে । মাঝ খানে যুক্তফ্রন্ট এবং ঐক্য প্রক্রিয়ার তৎপরতায় কিছুটা নতুনত্ব ছিল , এখন আবার আগের ধারায় ফিরে গেছে রাজনীতি, বি এন পি সমাবেশকে কেন্দ্র করে গ্রেফতার হয়েছে অনেক, দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক প্রথম আলোর খবর দিয়েছে সমাবেশকে কেন্দ্র করে ১৯০ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে রিমান্ডে নেয়া হয়েছে ১৩৪ জন কে , এটা অবশ্যই উদ্বেগজনক , বি এন পি র জনসভার দিন কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর আমরা মিডিয়াতে দেখিনি বরঞ্চ আওয়ামীলীগ নেতারা টক শোতে শান্তিপূর্ণ সমাবেশের জন্য সন্তোষ প্রকাশ করেছেন , তারপরও পুলিশ এত গ্রেফতার করল কেন, এই প্রশ্নের উত্তর কে দেবে ? অন্যদিকে আওয়ামীলীগ নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছে , আজও ঢাকায় তারা দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে গণসংযোগ করেছে , বিপরীতে সরকারের বাইরে আছে এমন কোন দলকে এ পর্যন্ত নির্বাচনী তৎপরতায় দেখা যায়নি, যদিও নির্বাচনের মাত্র তিন মাস বাকী । বাম গণতান্ত্রিক জোটের নেতারাও অভিযোগ করছেন পুলিশ তাদের রাজনৈতিক তৎপরতা চালাতে দিচ্ছে না, কয়েকটি থানা সম্মেলন তারা করতে পারেনি পুলিশী বাধায় , বামদের কেন বাধা দেয়া হচ্ছে তার কারণও অজানা , তারা নির্বাচনের রাজনিতিতে গুরুত্বপূর্ণ নয় । অন্যদিকে সরকার বিরোধী ভাষণ দেয়ার অপরাধে পুলিশ বি এন পি র স্থায়ী কমিটির প্রায় সব সদস্য এবং শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে এই রকম খবর আজ গণমাধ্যমে প্রকাশ হয়েছে, বিরোধী দল সরকারের বিরুদ্ধে বলবে এটাই স্বাভাবিক এর জন্য পুলিশ মামলা করবে কেন এর উত্তরও কারও কাছে আছে বলে মনে হয় না । সব মিলিয়ে পরিস্থিতির কোন পরিবর্তন নেই সব আগের মতোই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে, নতুন কোন সংবাদ নেই , ব্রেকিং নিউজও নেই যাতে মানুষ আশাবাদী হতে পারে ।
হাবিব বাবুল
প্রধান সম্পাদক
শুদ্ধস্বর ডট কম ।