
শুদ্ধস্বর রিপোর্ট ।
সংস্কারপন্থী নেতাদের আনুষ্ঠানিকভাবে দলে সক্রিয় করছে বিএনপি। ২০০৭ সালের ১/১১র সময়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে দল থেকে ছিটকে পড়া নেতাদের আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে সক্রিয় হবেন এক সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এসব নেতা। দলীয় চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার ইচ্ছা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়েই তাদেরকে ফিরিয়ে এনে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় করার উদ্যোগ নেয়া হচ্ছে। ইতোমধ্যে দলে ফেরা সংস্কারবাদি এক নেতা এ প্রক্রিয়ায় নেতৃত্বে দিচ্ছেন । তার পরামর্শেই বিএনপির হাইকমান্ড এমন সিদ্ধান্ত নিয়েছে।
সংস্কার প্রস্তাবকে কেন্দ্র করে দলের মধ্যে সৃষ্ট বিভক্তির রেখা মুছে ফেলার উদ্যোগের অংশ হিসেবেই এরা দলে ফিরছেন বলে দলটির একাধিক নেতা দাবি করেছেন। দলের স্বাথের্ই এদের বিএনপিতে ফিরিয়ে আনা হচ্ছে বলেও জানানো হয়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এদের কাউকে কাউকে মনোনয়ন দেয়া হবে এমন ইঙ্গিতও দেয়া হয়েছে। বিপুল সংখ্যক সংস্কারপন্থী নেতা নির্বাচনে জয়লাভ করার যোগ্যতা রাখেন, এটা করে আগামী নির্বাচনকে সামনে রেখে এই সিধান্ত নেয়া হয়েছে।