
রাজনীতিতে ভাঙ্গা গড়ার খেলা চলছে,জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে বিকল্প ধারা ছিটকে পরার পর আজ বি এন পি র নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে দুইটি দল বাংলাদেশ ন্যাপ এবং এন ডি পি এই দুটি দল ছিটকে পরেছে। তারা অনেক পথ হেঁটেছে বি এন পি র সাথে কিন্তু তাদের মতে নতুন জোট ঐক্য ফ্রন্ট গঠনের পর তারা অবমূল্যায়িত হচ্ছেন, তারা আর জোটে থাকার প্রয়োজন মনে করছেন না, তারা অভিযোগ করেছেন বি এন পি তার নৈতিক অবস্থান থেকে বিচ্যুত হয়েছে , বি এন পি অতীতের নৈতিক অবস্থান থেকে বিচ্যুত হয়ে নতুন নৈতিক অবস্থানে যাওয়ার যে রাজনীতি করছে তা ২০ দলীয় জোটের অনেক শরীক দলেরই পছন্দ হবে না , কারন জাতীয় ঐক্য ফ্রন্টের রাজনীতির সাথে তাদের রাজনীতি মেলে না , শুধু দুই দল নয় বি এন পি র ২০ দলীয় জোট থেকে আরও অনেক দল মাইনাস হয়ে যেতে পারে , জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা স্পষ্ট বলেছেন তারা ২০ দল নয় বি এন পি র সাথে ঐক্য করেছে , তাদের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করা হবে, এর ফলে চরম ডানপন্থী দল গুলো বি এন পি থেকে সরে পরতে পারে, আবার নতুন আরও দল যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে বামপন্থী দল গুলো এমন কি বাংলাদেশ জাসদের কথ শোনা যাচ্ছে তারাও আগামীতে এই ঐক্য ফ্রন্টে আসতে পারে । সব মিলিয়ে বি এন পি তার রাজনীতির গতিপথ নতুন ভাবে নির্মাণ করছে বর্তমান রাজনৈতিক বাস্তবতার সাথে মিল রেখে , এটা রাজনীতিতে একটা ইতিবাচক পরিস্থিতি সৃষ্টি হতে পারে , জাতীয় ঐক্য ফ্রন্টের গঠনকে ক্ষমতাসীন দল প্রথম দিকে ইতিবাচক হিসেবে দেখলেও বর্তমানে কঠোর সমালোচনা করছে , এর থেকে বোঝা যায় ক্ষমতাসীন আওয়ামীলীগও ফ্রন্ট কে গুরুত্বের সাথে নিয়েছে , এতদিন তারা বলেছে যে বি এন পি র সাথে তারা কোন আলোচনায় বসবে না এখন বি এন পি মাঠে থাকলেও ঐক্য ফ্রন্টের মুল নেতৃত্বে নেই, মুল নেতা ডক্টর কামাল হোসেন , তার সাথে আলোচনায় না বসার কোন যৌক্তিক কারন বের করা সহজ নয় , সব মিলিয়ে নভেম্বরের প্রথম থেকে আরও চমক সৃষ্টি হবে রাজনীতিতে , বি এন পি র রাজনীতির গতিপথ আরও স্পষ্ট হবে সে পর্যন্ত রাজনৈতিক পর্যবেক্ষক মহল কে অপেক্ষা করতে হবে ।
হাবিব বাবুল
প্রধান সম্পাদক, শুদ্ধস্বর ডট কম