
বিকল্পধারা বাংলাদেশে যোগ দিয়েছেন বিএনপি ছেড়ে আসা শমসের মবিন চৌধুরী, সাবেক দুই প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ও নাজিম উদ্দিন আল আজাদ।
আজ রাজধানীর মধ্য বাড্ডায় বিকল্প ধারার সহযোগী সংগঠন বিকল্প যুবধারার কেন্দ্রীয় বিশেষ কাউন্সিল ২০১৮ এ বিকল্প ধারায় যোগ দিলেন তারা। বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী উপস্থিতিতে তারা দলটিতে যোগ দেন। যুব সম্মেলনে শমসের মবিন চৌধুরী বলেন, বাংলাদেশের ভবিষ্যত প্রজন্ম কীভাবে রাজনীতিকে দেখতে চায় আপনারা তা জানেন। এর নমুনা দেখেছেন কোটা সংস্কার আন্দোলনে। আমরা যদি ভবিষ্যত প্রজন্মের জন্য একটু অবদান রাখতে পারি, সেখানেই আমাদের সাফল্য। গোলাম সরওয়ার মিলন বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীর হাত ধরে ছাত্রজীবনে রাজনীতি শুরু করি। কিন্তু কিছু ঘটনায় বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এখন বিকল্প ধারায় যুক্ত হয়েছি।