
শুদ্ধস্বর রিপোর্ট: আজ শুক্রবার, শেষ বিকেলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রইসুল হক বাহারের প্রতি শ্রদ্ধা জানাতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।সমাজ অনুশীলন নামে একটি আর্থ সামাজিক ও রাজনৈতিক চর্চা কেন্দ্র ছিলো চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অণুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজক।
সমাজ অনুশীলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমতিয়াজ উদ্দীন পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় বক্তব্য রাখেন লেখক সাংবাদিক আবুল মোমেন,চট্টগ্রাম শহর বিএলএফ কমান্ডার ডা: মাহফুজুর রহমান,মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার শাহাবুদ্দীন,বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রাজু প্রমুখ।