
রোববার সচিবালয়ে সংবাদিকরা নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে প্রশ্ন করলে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, নির্বাচনকালীন সরকারের কোনো পরিবর্তন আসছে না।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপিসহ সব দল অংশ নেবে। বিএনপি না আসলে দল হিসেবে অস্তিত্ব হারাবে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হবে। কেউ বাধা দিতে চাইলেও সফল হবেনা। আন্দোলনের নামে যে কোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করবে সরকার।
এর আগে ২২ অক্টোবর গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান মন্ত্রিসভায় ‘সব দলের’ প্রতিনিধিই আছেন। আর নির্বাচনকালীন সরকারের আকার ছোট করা হলে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে।