
মুক্তি যোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব জনাব নঈম জাহাঙ্গীর তার শতাধিক সহকর্মী সহ নাগরিক ঐক্যে যোগদান।
বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় সংসদের সাবেক মহাসচিব জনাব “নঈম জাহাঙ্গীর প্রায় শতাধিক সহকর্মীদের সহ আনুষ্ঠানিক ভাবে ৩০ অক্টোবর জনাব মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন “নাগরিক ঐক্যে”যোগদান করেন।জনাব মান্না সকলকে ফুল দিয়ে বরন করেন।
এ উপলক্ষ্যে ৩০ অক্টোবর ২০১৮,মঙ্গলবার সকাল ১১.০০টায় ২২/১, তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না, উপস্হাপনায় ছিলেন কেন্দ্রীয় সদস্য জনাব মমিনুল ইসলাম,বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ড. জাফরুল্লাহ চৌধুরী-,সদ্য নাগরিক ঐক্যে যোগদানকরি বির মুক্তিযোদ্ধা জনাব নঈম জাহাঙ্গীর,নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য জনাব শহিদুল্লাহ কায়সার,মোফাখখারুল ইসলাম নবাব,যুব ঐক্যের আহবায়ক শাহিনুর রহমান,যোগদান কারিদের মধ্যে হাবিবুর রহমান হাবিব,সোহাগ রানা,সজিব হোসেন সহ আরও অনেকে।
জনাব নঈম জাহাঙ্গীরের যোগদান দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্হিতিতে গনতান্ত্রিক আন্দোলনে নাগরিক ঐক্যের ভুমিকা আরও জোরদার করবে।