দশ বছরে ২০ ঈদ গেলো কিন্তু বি এন পি র আন্দোলন জনগণ দেখেনি , ওবায়দুল কাদের

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা বলেন ঈদের পর তীব্র আন্দোলন হবে।

দেখতে দেখতে ২০টা ঈদ চলে গেছে। বিএনপি কোন ঈদের অপেক্ষায় আছেন। ১০ বছর তো পার হয়ে গেলো, আন্দোলন হবে কোন বছর?

শনিবার বিকালে বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১০ মাস ১০দিন কষ্টের পর সন্তানের জন্ম দেন মা। সেই মাকে প্রথম সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে সেই প্রতিদান আপনারা দেবেন।

তিনি বলেন, ১৬ কোটি মানুষ, ১৫ কোটি মোবাইল কে দিয়েছেন? আজকে উপবৃত্তি, শিক্ষাবৃত্তি মোবাইলে পৌঁছে যাচ্ছে এটা কে দিয়েছে? ১০ কোটি মানুষের ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে এটা কে দিয়েছে?

তিনি আরও বলেন, বিএনপি হলো নালিশ পার্টি, কথায় কথায় মিথ্যা বলা বলে। জাতিসংঘে গিয়ে নালিশ করে। বিদেশিদের কাছে নালিশ করে। তারা জাতিসংঘের ভুয়া চিঠি নিয়ে আসে। তাদের আন্দোলনের ডাকও সেই চিঠির মতো ভুয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.