তারতন্ত্র
…………………………………………………………………..
মগবাজার অয়ারলেস এর মোড়ে, অয়ারলেস ভবনের সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাম্বায় ঝুলে থাকা অসংখ্য তারের এই দশা দেখছি আর ভাবছি, ‘Wireless’ মানে কি !
‘Wireless’ এর মানে কার কাছে জিগাবো তাও জানিনা।
আজ যদি হুমায়ুন আহমেদ বেঁচে থাকতেন তাহলে এই তারগুলি দেখে বলতেন,
পৃথিবীতে যত রহস্য আছে তার মধ্যে তারের রহস্য অতি ভয়ংকর ! তার চিকন মোটা নানা প্রজাতির হলেও এরা সাপের মত একসাথে গাদাগাদি করে থাকতে ভালবাসে। এর মধ্যে কিছু থাকে মোটাসোটা ধোড়া কিসিমের। পুলাপাইন ঝুলে থাকা এইসব ধোড়া সাপের লেজ ধরে টান দিলেও এরা ফোঁস করেনা। যেগুলি কালকেউটে কুলীন সাপ, তার গায় কেউ হাত দেয়না। যার হায়াত কম তার মাথার উপর এরা হটাৎ লম্ফ দিয়া পড়ে। অমনি জীবন শেষ।
কবি নজরুল তারদেরকে বলতেন,
তোরা সব জড়াজড়ি কর,
ঐ ডিজিটাল এলো বলে নেইকো তোদের ডর।
তোরা সব খুলে ঝুলে পড়,
তোরা সব মাথায় আছড়ে পড়।
রবী ঠাকুর গাইতেন,
আমি জেনে শুনেই ঝুলে আছি ভাইজান,
ঝড়ে নাড়ী ছিড়ে রোদে জ্বলে পুড়ে
কত যাতনা সয়ে দিয়েছি প্রান………
আমি জেনে শুনেই ঝুলে আছি ভাইজান।
আমার বাপ-দাদারা এসব দেখে কি বলতো জানিনা তবে এখানে দাঁড়িয়ে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় আমার মন মনে মনে বলছে,
হেতারা খাম্বার লগে হাতুড়ী হুতুড়ী এগুন কিয়া হেঁচায় রাইখছে !
আঁ…য়ার বাব-দাদার চোদ্দগুষ্ঠি এগুন দ্যাখে ন।
হুনতাছি সরকার আসমানে স্যাটিলাইট হাঁটাইব। তহন হ্যাতেরা হাতুড়ী এগুন কাটি হালাইব নী ?
লেখক:আহসান হাবীব

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.