
জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ঘোষিত ৭ দফা এবং ১১ লক্ষ্যের প্রতি সংকল্পবদ্ধ জাতীয় ঐক্যফ্রন্ট। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ লক্ষ্যগুলো অর্জনে কাজ করে যাওয়া ছাড়া অন্য কোন বিষয়ে এ প্রক্রিয়ায় সম্পৃক্ত দলগুলোর মধ্যে কোন সংশ্লিষ্টতা নেই। জামায়াত বা তারেক রহমানসহ অন্য কোন নেতার প্রতি সমর্থন হিসেবে এ উদ্যোগের সম্পর্ক নেই। আজ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, গণফোরামের নির্বাহী সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যুগ্ম সম্পাদক আ ও ম শফীকুল্লাহ, সাংগঠনিক সম্পাদকসহ গণফোরামের অন্যান্য নেতৃবৃন্দ ।