শুদ্ধস্বর রিপোর্ট
জাতীয় ঐক্যফ্রন্টের সভা বিরাজিত রাজনৈতিক পরিস্হিতি ঢাকা এবং ঢাকার বাইরে উন্মুক্ত স্হানে সভা সমাবেশে অনুমতি না দিয়ে পুলিশি হয়রানীর তীন্র নিন্দা করা হয়।নির্বাচন পুর্ব লেভেল প্লেয়িং ফিল্ড এবং অংশগ্রহনমুলক নির্বাচনের পরিপন্থি কাজের নিন্দা জানানো হয়।উপস্হিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর,ব্যারিস্টার মওদুদ আহমেদ,মাহমুদুর রহমান মান্না মোস্তফা মহসীন মন্টু,সুব্রত চৌধুরী, আবদুল মালেক রতন,মমিনুল ইসলাম,সুলতান মনসুর,শহীদুল্লাহ কায়সার,তানিয়া রব,ডাঃ জহেদুর রহমান প্রমুখ স্হান নাগরিক ঐক্য নেতা মোবারক হোসেন খানের ধানমন্ডিস্হ বাসায় বিকেল চার টার সময় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম জানিয়েছেন ।