প্রণয়নী,সময়টা আর এখন আমার নয়,
আকন্ঠ কষ্ট পান করেও মাতাল হইনি কখনো,
বসে বসে দিন গুনি উত্তরায়নের,
অস্তাচলে যাবার সময় হলো বলে।
প্রণয়নীরা চিরকাল নিশ্চুপ থাকে-
নিশ্চুপই থাকুক।
শরতের পূর্নিমায় জীবন্ত হয় ফুলশয্যা,
রুপালী চাঁদ,দোলনচাপার শুভ্রতা আর প্রেমের ক্ষরিত লাল রক্ত-
মিশে যায় সব,নির্মিত হয় ইতিহাস,সজ্জিত হয় আগুন রাঙা বাসর রথ।
জন্মের কোন শেষ নেই,মৃত্যুর কোন শুরু নেই-
নেই কোন রঙ মৃত্যুর,মৃত্যুর কোন রঙ নেই।
খেলা করে রাতের আধার চোখের দু’পাতায়,
খুজে নিই বিশ্রাম না লেখা কবিতায়।
প্রণয়নী,আমার রাত জাগার সঙী হবে?
প্রেমের অভিমান হবে?
নাকি শরতের নির্মল বাতাস হবে?
আমি একবার প্রাণভরে শ্বাস নিতাম..