ঢাকার রাজপথে আজ চন্দ্রোদয় হয়েছিল,

তখন দুপুর প্রায়-

প্রখর রোদ্দুরে পিপাসিত নগরী যখন,

চাঁদ এগিয়ে আসছিল ধীর পায়।

চন্দ্র দর্শনে নগরীর পিপাসা মিটেছে কি না জানিনা,

তবে বহু সময়ের মরচে ধরা চোখে

এক হৃদয়ে আনন্দের নবান্ন বয়েছিল।

ঢাকার রাজপথে আজ চন্দ্রোদয় হয়েছিল,

চির কোলাহল মুখর শহরে নীরবতা এসেছিল কবরস্থানের-

বসন্তের কোকিল অসময়ে গেয়ে উঠেছিল গান,

ক্ষণিকের তরে মৃত শহর ফিরে পেয়েছিল প্রাণ।

চন্দ্র দর্শনে সময় তৃপ্ত হয়েছিল কি না জানি না

তবে বহু সময়ের পর আজ নগরে পুষ্প বৃষ্টি ঝড়েছিল।

ঢাকার রাজপথে আজ চন্দ্রোদয় হয়েছিল,

সেই চাঁদ দেখে এক যাযাবর ফিরে পেয়েছিল ঘর বাঁধবার স্বপ্ন,

ক্লান্ত ভবঘুরে আয়েশ করে টান দিয়েছিল সিগারেটে,

চির পিপাসিত নগর তৃপ্ত হয়েছিল-

বহু অপেক্ষার পর তার পূর্ণতা ঘটেছিল।

আমি তো তুমুল সংসারীই হতে চেয়েছিলুম,

কিন্তু চাঁদের আলো আমার কপালে নেই-

ঢাকার রাজপথে আজ চন্দ্রোদয় হয়েছিল…..

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.