
শুদ্ধস্বর রিপোর্ট,২৬শে অক্টোবর। চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভার অনুমতি মিলেছে, তবে লালদীঘি ময়দানে নয় বি এন পি অফিসের সামনে ,জাতীয় ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য মমিনুল ইসলাম শুদ্ধস্বর ডট কম কে টেলিফোনে এ কথা জানিয়েছেন।তিনি জানান তিনি এখন নেতাকর্মী সহ চট্টগ্রামের পথে রয়েছেন ,তিনি জানান বি এন পি সহ ঐক্য ফ্রন্টের সকল নেতা কর্মীরা উজ্জীবিত হয়েছে এই সংবাদে এখন ফ্রন্টের সামনে একটাই কাজ জনসভাকে সফল করে তোলা , এ লক্ষেই অগ্রগামী প্রতিনিধি হিসেবে চট্টগ্রামে তিনি এবং স্টিয়ারিং কমিটির নেতা শহিদুল্লাহ কায়সার একটি দল নিয়ে চট্টগ্রামে যাচ্ছেন । তিনি আশা প্রকাশ করেন চট্টগ্রামে একটি সফল জনসভা অনুষ্ঠিত হবে ।