
শুদ্ধস্বর রিপোর্ট ।সিলেটের পর আজ চট্টগ্রামে জাতীয় ঐক্য ফ্রন্টের সমাবেশ, সমাবেশ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন, ডক্টর কামাল হসেন, মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই চট্টগ্রামে পৌঁছেছেন , চট্টগ্রাম থেকে ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মোমিনুল ইসলাম জানিয়েছেন নাগরিক ঐক্যের আহব্বায়ক মাহামুদুর রহমান মান্নার ফ্লাইট বিলম্বিত হওয়ায় পরবর্তী ফ্লাইট ধরে তিনি এখন চট্টগ্রামের পথে রয়েছেন । তিনি জানান চট্টগ্রাম এবং আশেপাশের এলাকা থেকে ব্যাপক জনগন এই সভায় যোগ দেবে ইতিমধ্যেই সমাবেশস্থলে বিপুল মানুষের উপস্থিতি হয়েছে ;বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে জনসভায় যোগ দিচ্ছেন ।