
শুদ্ধস্বর রিপোর্ট ।
জাতীয় নির্বাচন সামনে রেখে কৌশল চূড়ান্ত করতে যৌথ সভা শুরু করেছে আওয়ামী লীগ। সন্ধ্যা সাড়ে ছয়টার পর দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি শুরু হয়। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং আওয়ামী লীগ সংসদীয় দলের সদস্যরা বৈঠকে উপস্থিত রয়েছেন। নির্বাচনকাীলন সরকার, দলীয় প্রার্থী মনোনয়ন, নির্বাচনী ইশতেহার ও নির্বাচনী প্রচারণা এসব ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন দলের শীর্ষ কয়েক নেতা। জাতীয় নির্বাচনের আগে এ বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। দলীয় সূত্র জানায়, নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে তা নিয়ে দলীয় নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা বৈঠকে মতামত দেবেন। আলোচনার মাধ্যমে বৈঠক থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
আজকের বৈঠকের পর নির্বাচনকালীন সরকারের ধরণ, আকার ও কবে গঠন হবে তা স্পষ্ট হতে পারে।