
কোলকাতা থেকে সংবাদদাতাঃ
গত রোববার সল্টলেকের রবীন্দ্র-ওকাকুরা ভবনে ছায়ানট (কলকাতা) – এর অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের জীবন ও সামগ্রিক সৃষ্টিকর্ম নিয়ে প্রকাশিত হল ‘নজরুলের অডিও-জীবনী, জানা-অজানা নজরুল’, নিবেদনে ছায়ানট (কলকাতা), প্রকাশনা ও বিশ্বব্যাপী-পরিবেশনায় কোয়েস্ট ওয়ার্ল্ড |
এই সর্বাঙ্গীণ তথ্যসমৃদ্ধ জীবনীটি লিখেছেন বিশিষ্ট নজরুল-গবেষক ও বাংলাদেশের কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় অধ্যাপক ড: রফিকুল ইসলাম, পরিকল্পনা ও পরিচালনায় শ্রীমতি সোমঋতা মল্লিক | পাঠে রয়েছেন দুই সুবিখ্যাত বাচিকশিল্পী শ্রী সুমন্ত্র সেনগুপ্ত ও শ্রীমতি মধুমিতা বসু |
আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী প্রদীপ ঘোষ,পন্ডিত মল্লার ঘোষ, শ্রী সৈয়দ হাসমত জালাল|এই পরিশ্রমসাধ্য কাজটি যাতে বিশ্বময় সকল নজরুলপ্রেমী, গবেষক ও অনুসন্ধিৎসু ছাত্রছাত্রীদের কাছে পৌঁছতে পারে, তার জন্যে আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি।