সমাবেশের আগের রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সুবহানীঘাটস্থ বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ওই বাসার ভেতরে কেন্দ্রীয় নেতাদের অবরুদ্ধ করে রাখে। এ সময় পুলিশ বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শাহরিয়ারসহ অন্তত ১০ জন কর্মীকে আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তবে- পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করেছে। জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে বিকালে সিলেটে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাসহ সিনিয়র নেতারা। রাত ৮ টার দিকে তারা সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসায় যান। এ সময় তাদের সঙ্গে সিলেট বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। খবর পেয়ে সিলেট পুলিশের কয়েকটি টিম ওই বাসা ঘেরাও করে। এক পর্যায়ে তারা বাসা থেকে বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর সহ সভাপতি ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ অন্তত ১০ জনকে আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ।এদিকে জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা বিমান যোগে সিলেট পৌঁছে মাজার জিয়ারত করেছেন , কাল সকালে সড়ক পথে ঐক্য ফ্রন্টের আরেকটি দল সিলেট যাবে , স্টিয়ারিং কমিটির সদস্য মোমিনুল ইসলাম শুদ্ধস্বর ডট কম কে জানিয়েছেন সড়ক পথে গাড়ীর বহর নিয়ে তারা সিলেট যাবেন ।
Related Stories
Thursday June1,2023
Thursday June1,2023