
আমাকে হাসিনা, শেখ পরিবার ও আওয়ামীলীগ সম্পর্কে ভুল গাইড করা হয়েছে, হাসিনা খাঁটি মুসলমান। হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন,তাহাজ্জুদ পড়েন।তিনি নাস্তিক নয়,তিনি আস্তিক’:শানে রেসালত সম্মেলনে আল্লামা আহমদ শফী’#হে আল্লাহ!আ’লীগকে তুমি মুহাব্বত করো,তোমার ফেরেস্তারা যেন মুহাব্বত করে।আওয়ামীলীগের (ক্ষমতাকে বাড়িয়ে)দেশের খেদমত করার তৌফিক দাও, আ’লীগকে নবীর শাফাআত নসীব করিও, তাদের খেদমতকে কবুল করো” :স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আল্লামা আহমদ শফীর দোয়া।