অনেক কথা বলা হয়নি
বলা হয়নি-
যদি হেরে যাই
তোমায় ভূলে যেতে চাই
চির দিনের জন্য।
সুখে থাকতে চাই
ভালোবাসা ভাগ করতে চাই
ভালোবাসতে চাই
কঠিন ভালোবাসা
দিতে চাই তাকে এক পৃথিবী
যেমন দিতে চাইতে তুমি আমাকে।
আমি জিততে চাই
তোমাকে কাদাঁবো বলে
কতটুকু কষ্ট পেলে কাঁদবে তুমি?
তারপরও
কেন অপেক্ষা তোমার জন্য।
কেন অভিমানে
চোখে আসে পানি
কেন হাহাকার করে মন,
স্মৃতিগুলো কেন তাড়া করে
বারবার যখন তখন।
এখনও প্রহর গুনি
তোমাকে পাবার অপেক্ষায়
এখনও তোমার আশ্বাস,
আমায় হাতছানি দেয়
আমি ফেলি দীর্ঘশ্বাস।
বুকের পাঁজরে অনেক দহন
আমি বুঝতে পারিনা।
কষ্ট, ভীষন কষ্ট
তবুও মন চায়
কষ্ট নিতে ধার,
কেন জানি হেরে যাই
তোমার কাছে আমি বার বার।
আমার ভেতরে কাজ করে
বিরাট শূন্যতা
আমার কষ্টের মধ্যে
লুকিয়ে আছে
আমার ভালোবাসার তীব্রতা।