
ভোটের ঝড় অনেকটা শুরু হয়ে গেছে মনে হচ্ছে, সেই ঝড়ে ভাঙছে জোট আবার গড়ছে জোট, বাম, ডান, উদার পন্থী , মধ্য পন্থী সব পরিচয় এখন স্থগিত , এখন শুধুই ভোটের হিসাব । বড় দল বি এন পি, আওয়ামীলীগ ও আগামী নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার আশায় ছোট ছোট দল গুলির বড় বড় নেতাদের নিয়ে জোট গড়ছে, আওয়ামীলীগের জোটে যারা আছেন তারা নির্বাচনে আওয়ামীলীগের ভোট ব্যাংকের নির্ভরশীল , আবার বি এন পি জোটে যারা আছেন তারাও ভোট ব্যাংকের উপর নির্ভরশীল , বড় দুই দলের প্রতাপে ছোট ছোট দল গুলো জনগনের মধ্যে নিজেদের অবস্থান গড়ে তুলতে পারেনি বিধায় বড় বলের সাথে পার্টনারশিপ এ রাজনীতি করছে , আদর্শিক মিল না থাকলেও শুধু ভোটের হিসাব কষে যখন জোট গড়ছে তখন এই জোট গুলোকে অভিনবই মনে হচ্ছে। অতীতে সারা পৃথিবীব্যাপী ই একটি আদর্শ ভিত্তিক রাজনীতি ছিল , এখন শুধু বাংলাদেশেই নয় অনেক দেশেই আদর্শ ভিত্তিক রাজনীতি বিলুপ্তির পথে । নির্বাচন যখন আসে তখন সব দলেরই রাজনৈতিক আদর্শ স্থগিত হয়ে যায়, নির্বাচনী হিসাব যেখানে মেলে সেখানেই তারা ছুটে যান । নির্বাচনে জিততে হবে জেতাই সফলতা এটাই বর্তমান সময়ে রাজনীতির মূল কথা , এই তত্ত্বকে সামনে রেখে সামনে রেখে আমরা এখন প্রতিদিনই নতুন নতুন চমক দেখব, রাজনীতিতে শেষ কথা বলে কোন কথা নেই এই আপ্তবাক্যের বাস্তবায়ন আমরা দেখছি ,আরও অনেক কিছু আগামীতে আমাদের দেখতে হতে পারে ।
হাবিব বাবুল
প্রধান সম্পাদক, শুদ্ধস্বর ডট কম
শুদ্ধ