
শুদ্ধস্বর রিপোর্ট।ঢাকা ১৯ শে অক্টোবর । বিকল্প ধারা থেকে দলটির সভাপতি বি চৌধুরী মহাসচিব আব্দুল মান্নান এবং যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে বহিস্কার করেছেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নুরুল আমি ব্যাপারী ।জাতীয় ঐক্য ফ্রন্টে যাওয়া না যাওয়া নিতে তাদের মধ্যে বিরোধ ছিল ,আজ সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মলেন এই বহিস্কারের ঘোষণা দিয়ে দলটির নতুন চেয়ারম্যান হয়েছেন ডক্টর নুরুল আমিন ব্যাপারী , মহাসচিব হয়েছেন শাহ আহমেদ বাদল । তারা দাবী করেছেন তাদের সঙ্গে দলের অধিকাংশ সদস্য রয়েছেন এবং তারা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্টের সাথে থাকবেন । ডক্টর নুরুল আমিন ব্যাপারী অভিযোগ করেছেন তাদেরকে না জানিয়ে দলের চেয়ারম্যান জাতীয় ঐক্য ফ্রন্টে যোগ না দেয়ার সিধান্ত নেন, দীর্ঘদিন কেন্দ্রীয় কমিটির সভা ডাকেন নি পিতা পুত্র ইচ্ছা মতো দল চালাচ্ছিলেন , কেন্দ্রীয় কমিটির কোন মতামত তারা গ্রহণ করতেন না । সাংবাদিক সম্মেলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় যুক্ত ফ্রন্ট গঠনকে তারা স্বাগত জানান ।