
নির্বাচন ঘিরে রাজনীতিতে তড়িৎ গতিতে ঘটে যাচ্ছে অনেক ঘটনা,টানা দশ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি তাদের পথ পরিবর্তন করছে, এটা কে বলা যায় তীরে পৌঁছানোর জন্য জাহাজের পথ পরিবর্তন। ২০১৪ সালে নির্বাচন বয়কট করে অনেকটা ভাসমান ছিল বিএনপি, কখন কোথায় কি করবে এটা তারা নির্ধারণ করতে পারছিল না , পুরো পরিস্থিতি ছিল তাদের প্রতিকূলে, আওয়ামীলীগ তাদের জামাত ট্যাগ লাগিয়ে দিয়েছিলো সফলভাবে, এই ট্যাগকে রিমুভ করার পথ পাচ্ছিলনা বিএনপি, সম্প্রতি যুক্তফ্রন্ট এবং ঐক্য প্রক্রিয়ার সাথে তারা সম্পর্ক স্থাপন করে এবং তাদের সাথে নিয়ে সেই জামাত ট্যাগ থেকে মুক্ত হয়ে মূলধারায় ফিরতে চাইছে দলটি ।
যুক্তফ্রন্ট এবং ঐক্য প্রক্রিয়াও বিএনপিকে জানিয়ে দিয়েছে বৃহত্তর ঐক্যে জামাতের সাথে তাদের সহবস্থান সম্ভব নয় । যদিও ভোটের রাজনীতিতে ওই দুই রাজনৈতিক শক্তির তুলনায় জামাতের ভালো ভোট ব্যাঙ্ক আছে, বিএনপি সেটা হিসাবে রেখেছে, যুক্তফ্রন্ট নেতাদেরও হিসাবে সেটা আছে, কিন্তু আদর্শগত কারনে কামাল হোসেন বা বি চৌধুরীর , মাহামুদুর রহমান মান্নার বা আসম আব্দুর রবের জামাত যুক্ত বিএনপির সাথে জোট করা আপাতত সম্ভব নয় এটা বিএনপিও জানে, বিএনপিও এই হিসাব মনে রেখেও যুক্তফ্রন্ট নেতাদের সাথেও সম্পর্ক রেখে চলেছেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর আজ ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন ২৯ শে ডিসেম্বর জনসভা থেকে তাদের জোট সম্পর্কে তাদের অবস্থান জানাবেন এবং আগামী দিনের করনীয় সম্পর্কে তারা কিছু ধারনা দেবেন,রাজনৈতিক পর্যবেক্ষক অপেক্ষা করছেন কি ঘোষণা আসে সেদিন বিএনপি থেকে,আমাদেরকে অবশ্যই সে পর্যন্ত অপেক্ষা করতে হবে বিএনপির নির্বাচনী রাজনীতি বোঝার জন্য।
হাবিব বাবুল
প্রধান সম্পাদক
শুদ্ধস্বর ডটকম ।