রাজপথ আবার উত্তপ্ত হচ্ছে,নির্বাচনকে ঘিরে সরব হয়েছে রাজনৈতিক দলগুলো।নিজনিজ জোট নিয়ে আলোচনায় বসছে সরকারী ও বিরোধী দল। ঢাকা থেকে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোমিনুল ইসলাম শুদ্ধস্বর ডটকমকে জানান,আজ সন্ধ্যায় যুক্তফ্রন্টের এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্য প্রক্রিয়ার নেতারা  বৈঠকে বসেছিলেন সাবেক রাষ্ট্রপতির বারিধারার বাড়ীতে, সেখানে  বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ টুকুও উপস্থিত ছিলেন,অন্যদিকে আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারাও বৈঠক করেছেন,এই বৈঠকের মধ্য দিয়ে সরকার এবং তার বিরোধীরা আবার সরব হয়েছেন। ২৯ শে সেপ্টেম্বর বিএনপির জনসভা এবং ১৪ দলও মহানগর নাট্যমঞ্চে তাদের কর্মী সভা ডেকেছেন, ১৪ দলের নেতা এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২৯ তারিখে ঢাকার রাজপথ দখলের কথা ঘোষণা করেছেন , বলা যায় রাজনীতি জমে উঠেছে নির্বাচনকে ঘিরে।আজ সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর বাসায় অনুষ্ঠিত যুক্তফ্রন্ট এবং ঐক্য প্রক্রিয়ার সভায় সিধান্ত হয়েছে একটি লিয়াজো কমিটি গঠনের,তবে তাঁরা বিএনপির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করছেন। বিএনপির ২৯ তারিখের জনসভায় একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে এমনটাই আশা করছেন যুক্তফ্রন্ট নেতারা।এর মধ্যে যুক্তফ্রন্ট ময়মনসিংহে জনসভার ঘোষণা দিয়েছে, এই জনসভায় বি চৌধুরী এবং ডক্টর কামাল হোসেন ছাড়াও স্থানীয় পর্যায়ের বিএনপি নেতারা অংশ নেবেন,নাগরিক ঐক্য জেলা শাখা আয়োজন করছে এই জনসভার,এদিকে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নবগঠিত জোটে বিএনপির সম্পৃক্ততার কঠোর সমালোচনা করেছেন। তাঁর সমালোচনার মধ্য দিয়ে যুক্তফ্রন্ট এবং ঐক্য প্রক্রিয়ার সাম্প্রতিক উদ্যোগ রাজনৈতিক গুরুত্ব পেয়েছে এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা,বিশ্লেষকরা মনে করছেন একটা ওয়ে আউট বের হবে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে,গতবারের মতো মাঠ এবার শূন্য থাকবে না ।

হাবিব বাবুল 

প্রধান সম্পাদক,শুদ্ধস্বর ডট কম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading