রাজনৈতিক পর্যবেক্ষক এমন কি আওয়ামীলীগও অপেক্ষা করছে কি ঘোষণা আসবে আজ বি এন পি র সোহ্রাওয়ারদি উদ্যানের জনসভা থেকে , তবে অনেকে ধারনা করছেন , জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং যুক্তফ্রন্টের ঘোষিত কর্মসূচীর আলোকেই বি এন পি র ঘোষণা আসবে, বিষয়টি নিয়ে দুই জোটের সাথে অনানুষ্ঠানিক কথাও বলেছেন বি এন পি র নীতি নির্ধারকরা । ২০ দলীয় জোট অক্ষুণ্ণ রেখে কিভাবে যুক্তফ্রন্ট এবং ঐক্য প্রক্রিয়ার সাথে যুক্ত হয়া যায় তা নিতে নীতি নির্ধারকরা নিজেদের মধ্যে ম্যারাথন আলোচনা করে একটি গ্রহণযোগ্য প্রস্তাব আজ উপস্থানের সিধান্ত নেন । সরকারেরকেও আজ তারা নির্দলীয় সরকার সম্পর্কে আজ এই জনসভা থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হবে, সরকারের বাইরের যে সব দল ইতিমধ্যে বিভিন্ন প্রস্ততাব উপস্থাপন করে ছে তার সাথে মিল রেখেই বি এন পি তার প্রস্তাব রচনা করেছে, যাতে করে আগামীতে সরকারের বাইরের সব দলকে একটি অভিন্ন অবস্থায় রেখে আন্দোলন এ যেতে পারে ।আর কিছুক্ষণের মাধ্যমে জাতি জানতে পারবে বি এন পি সহ তার মিত্রদল গুলোর নির্বাচন বিষয়ের অবস্থান, সেই সঙ্গে স্পষ্ট হবে নতুন রাজনৈতিক মেরুকরন।
হাবিব বাবুল
প্রধান সম্পাদক
শুদ্ধস্বর ডট কম
Related Stories
Saturday June10,2023
Saturday June10,2023
Saturday June10,2023