
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি চৌধুরী) বাসায় বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। বৈঠকে বিএনপির পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছেন দলটির ভাইস-চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার পর বারিধারায় বি চৌধুরীর বাসায় বৈঠকটি শুরু হয়। বৈঠকে বি চৌধুরী ছাড়াও জেএসডির সভাপতি আসম রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আবম মোস্তফা আমীনসহ আরও কয়েকজন উপস্থিত আছেন।
বি চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে জানান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। ড. কামাল হোসেন আজ অসুস্থ থাকায় আসতে পারছেন না বলে জানানো হয়েছে। তবে তার জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আবম মোস্তফা আমীনসহ গণফোরামের দুইজন নেতা এসেছেন।’
এদিকে, আজকের বৈঠকে বিকল্প ধারার একটি প্রস্তাব তুলে দেওয়া হবে জাতীয় নেতাদের হাতে। বিকল্প ধারার একটি যৌথসভায় এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। বিকল্প ধারা যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকল্প ধারা কোনও প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় ঐক্য করতে চায়, এর একটি প্রস্তাব দলের নেতারা তৈরি করেছেন। সেটি তুলে দেওয়া হবে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের হাতে।’
বিকল্প ধারার একটি সূত্র জানায়, দলের প্রস্তাবে রয়েছে—প্রত্যক্ষ বা পরোক্ষ স্বাধীনতাবিরোধী দল বা ব্যক্তির সঙ্গে কোনও ঐক্য হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে আমরা জাতীয় ঐক্য চাই। তবে স্বাধীনতাবিরোধী কোনও দলকে বা ব্যক্তিকে শরিক রাখলে বিএনপিকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত করা যাবে না। স্বাধীনতাবিরোধী দল বা ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা না দেওয়া পর্যন্ত বিএনপি জাতীয় ঐক্য প্রক্রিয়ার মঞ্চে স্থান পেতে পারে না।
বি চৌধুরীর সঙ্গে কুশল বিনিময় করছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু
প্রস্তাবে আরও রয়েছে, জাতীয় সংসদে কোনও একটি দলের একক সংখ্যাগরিষ্ঠতা দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। সংসদে, মন্ত্রিসভায় এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্যের রাজনীতির ভিত্তিতেই জাতীয় ঐক্য হতে হবে। এই দাবিকে যারা অগ্রাহ্য করবে তাদের ঐক্য প্রক্রিয়ায় নেওয়া যাবে না।
বিকল্প ধারা সূত্রটি বলছে, এই প্রস্তাবগুলো আজকের বৈঠকে তোলা হবে। বি চৌধুরীর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। বৈঠকের পর সংবাদ সম্মেলন করতে পারেন যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা।