ফারহান রিশাদ’র কবিতা “মৃত্যুহীন মুজিব”

তুমি মৃত্যুহীন মুজিব
অহংবোধের রন্ধ্রে রন্ধ্রে
রয়েছো বাঙালির অনুরণনে,
তুমি মহাশূন্যে সময়ের প্রবাহ
অবিনশ্বর সূর্যালোকের চেয়ে প্রখর
শাশ্বত আকাশে ফুটে উঠা ভোর,
মৃত্তিকার উঠোনে তোমার প্রকাশ
অভিনব প্রভাবের প্রচন্ড সূর্যোদয় তুমি
তুমি ভ্রান্ত পল্লবে উন্নত বিপ্লব
শোষণের শেকলে তুমি মুক্তির অবয়ব,
তন্ত্রের রথে মন্ত্রমুগ্ধ তুমুল কণ্ঠস্বর
স্পন্দনের আন্দোলনে তুমি তামাম মুজিবর।