
যুক্তফ্রন্ট গঠন করার পর আজ প্রথম জনসভা করলেন যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতারা , খুলনা হদিস পার্কে এই জনসভায় ভাষণ দেন ডক্টর কামাল হোসেন , আসম আব্দুর রব , মাহামুদুর রহমান মান্না সহ যুক্তফ্রন্ট এবং ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রিয় এবং স্থানীয় নেতারা । বক্তারা আগামী সাধারন নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেয়া, এবং নিরবাচনকালীন নিরেপেক্ষ সরকারের দাবী জানান । তারা বলেন একটি বৃহত্তর ঐক্য গঠন করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে হবে । তারা বলেন কোন ষড়যন্ত্রই আমাদের ঐক্যকে বিনষ্ট করতে পারবে না , তারা আরও বলেন ২২ শে সেপ্টেম্বর ঢাকায় ঐক্য প্রক্রিয়ার জনসভা থেকে আন্দোলনের কর্মসূচীও ঘোষণা করা হতে পারে । আজ মঙ্গলবার সকালে যুক্তফ্রন্ট নেতারা বিমান যোগে যশোর পোঁছে সেখানে একটি সাংবাদিক সম্মেলন করেন , সেখানে ডক্টর কামাল হোসেন বলেন আমরা ঐক্য প্রতিষ্ঠার জন্য বের হয়েছি আর ঐক্য প্রতিষ্ঠা করবই । একটি সুত্র থেকে জানা যায় খুলনায় নাগরিক ঐক্যের আহব্বায়ক মাহামুদুর রহমান মান্না অসুস্থ হয়ে পড়েন, প্রচণ্ড গরম এই অসুস্থতার কারন হতে পারে , অসুস্থতা নিয়েই মান্না মঞ্চে আসেন এবং সংক্ষিপ্ত বক্তৃতা করেন , তিনি বলেন আমি অসুস্থ কিন্তু আপনাদের সামনে আসার লোভ সাম্লাতে পারলাম না , আমি কিছু কথা বলতে এসেছি , জনাব মান্নার বক্তৃতা ফেসবুক লাইভে প্রচার করা হয় ।