শুদ্ধস্বর রিপোর্ট: যুক্তফ্রন্ট গঠন করার পর আজ প্রথম জনসভা করলেন যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতারা,খুলনা হদিস পার্কে এই জনসভায় ভাষণ দেন ডক্টর কামাল হোসেন, আসম আব্দুর রব,মাহামুদুর রহমান মান্না সহ যুক্তফ্রন্ট এবং ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রিয় এবং স্থানীয় নেতারা ।

received_2160110367356952

বক্তারা আগামী সাধারন নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেয়া, এবং নিরবাচনকালীন নিরেপেক্ষ সরকারের দাবী জানান । তারা বলেন একটি বৃহত্তর ঐক্য গঠন করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে হবে । তারা বলেন কোন ষড়যন্ত্রই আমাদের ঐক্যকে বিনষ্ট করতে পারবে না , তারা আরও বলেন ২২ শে সেপ্টেম্বর ঢাকায় ঐক্য প্রক্রিয়ার জনসভা থেকে আন্দোলনের কর্মসূচীও ঘোষণা করা হতে পারে । আজ মঙ্গলবার সকালে যুক্তফ্রন্ট নেতারা বিমান যোগে যশোর পোঁছে সেখানে একটি সাংবাদিক সম্মেলন করেন , সেখানে ডক্টর কামাল হোসেন বলেন আমরা ঐক্য প্রতিষ্ঠার জন্য বের হয়েছি আর ঐক্য প্রতিষ্ঠা করবই । একটি সুত্র থেকে জানা যায় খুলনায় নাগরিক ঐক্যের আহব্বায়ক মাহামুদুর রহমান মান্না অসুস্থ হয়ে পড়েন,প্রচণ্ড গরম এই অসুস্থতার কারন হতে পারে,অসুস্থতা নিয়েই মান্না মঞ্চে আসেন এবং সংক্ষিপ্ত বক্তৃতা করেন,তিনি বলেন আমি অসুস্থ কিন্তু আপনাদের সামনে আসার লোভ সামলাতে পারলাম না, আমি কিছু কথা বলতে এসেছি।উল উল্লেখ্য জনাব মান্নার বক্তৃতা ফেসবুক লাইভে প্রচার করা হয়েছে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.