
কবি ও প্রথিতযশা লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সাহিত্য পত্রিকা আয়োজন করে স্মারক বক্তৃতা , কবিতা পাঠ এবং গল্প পাঠের অনুষ্ঠান , কলকাতার বাংলা একাডেমীর সভাঘর এই অনুষ্ঠানে অমর মিত্রের সভাপতিত্বে স্মারক বক্তৃতা করেন স্বপ্নময় চক্রবর্তী , গানে ছিলেন সুরজিত, সুনীলের কবিতা আবৃত্তি করেন ঊর্মিমালা বসু, সুমন্ত্র সেন গুপ্ত , আর কবিতা পাঠ করেন বিনায়ক বন্দ্যোপাধ্যায় , রাকা দাশ গুপ্ত ।গল্প পাঠ করেন এসময়য়ের বিখ্যাত উপন্যাসিক তিলোত্তমা মজুমদার , কলকাতা থেকে আবৃত্তি শিল্পী সৌমিত্র ঘোষ শুদ্ধস্বর ডট কমকে জানান এই অনুষ্ঠানে কৃত্তিবাস সম্পাদিকা এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের সহধর্মিণী স্বাতি গঙ্গোপাধ্যায় মঞ্চে উপস্থিত ছিলেন, এবং সবাইকে ধন্যবাদ জানান । বিপুল সংখ্যক সাহিত্যপ্রেমী মানুষ এবং সুনীল ভক্তরা উপস্থিত হয়ে সুনীলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন , জার্মানি থেকে শুদ্ধস্বর ডটকমের পক্ষ থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের সহধর্মিণী স্বাতি গঙ্গোপাধ্যায়ের সাথে টেলিফোনে কথা বলে অনুষ্ঠানের সাথে একাত্মতা এবং কবির প্রতি শ্রদ্ধা জানান শুদ্ধস্বরের প্রধান সম্পাদক হাবিব বাবুল ।