

Related Stories
Monday June5,2023
শুদ্ধস্বর রিপোর্ট: ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্য প্রক্রিয়ার সভা থেকেই বিএনপি নেতারা একটি সমন্বিত ঘোষণা যা আগামীতে নিরেপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবীতে একত্রে আন্দোলনের অঙ্গীকার করতে পারেন , এরকমই আভাস দিয়েছেন যুক্তফ্রন্টের শীর্ষ নেতা মাহামুদুর রহমান মান্না।আজ সকালে টেলিফোনে শুদ্ধস্বর ডটকমকে জানান, সময় খুব স্বল্প বিএনপিকে এখনই স্পষ্ট সিধান্তে আসতে হবে , তিনি বলেন আগামীকাল শনিবারের ঐক্য প্রক্রিয়ার সভায় যোগ দিতে আমরা যুক্তফ্রন্ট নীতিগত ভাবে সিধান্ত নিয়েছি। জনাব মান্না এক প্রশ্নের উত্তরে বলেন,গতকাল বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক ঐক্য জোটের সাথে আমাদের বৈঠকের কথা ছিল কিন্তু বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশী হামলা এবং নেতাদের আহত হওয়ার প্রেক্ষিতে আমাদেরর বৈঠকটি হয়নি ,বাম গনতান্ত্রিক জোটের নেতারা আনুষ্ঠানিক ভাবে বৈঠকে যোগ দেবেন কি না তা তিনি নিশ্চিত ভাবে বলতে পারেননি। তবে তিনি বলেন, গনসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকীর সাথে ড.কামালের বৈঠক হয়েছে ।এদিকে আজ মীর্জা ফখরুল ইসলাম দুইজন স্থায়ী কমিটির সদস্যকে নিয়ে যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর সাথে তার বারিধারার বাসভবনে সাক্ষাত করেন,সাক্ষাতের বিস্তারিত না জানা গেলেও ধারনা করা হচ্ছে আগামীকালের ঐক্য প্রক্রিয়ার জনসভায় যোগদান এবং নির্বাচন সম্পর্কে বিএনপির অবস্থান নিয়ে তারা আলোচনা করেন।মীর্জা ফখরুলের সাথে অপর দুইজন স্থায়ী কমিটির সদস্য ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং খোন্দকার মোশারফ হোসেন ।