Monday March8,2021

 

এখানে তুমি এসেছ কেন? যাও।
অযথা ক্রস ফায়ারে পড়তে চাও?
মহামারি রূপে ছড়িয়ে পড়েছে প্লেগ
পালিয়ে যাচ্ছে দেশপ্রেমিকেরাও।

এখানে বৃহৎ গিলেছে ক্ষুদ্রকে
ক্ষত্রিয় *দলে বামুন-শূদ্রকে;
বৈশ্যের কাছে বেশ্যা হয়েছে রাষ্ট্র
সেনাপতি পদ দিয়েছে রুদ্রকে।

চারদিকে বাজে উন্নয়নের হুঙ্কার
সংবাদ আসে সন্তান হল গুম কার;
বিবেকবানেরা লাঠিপেটা হয় সড়কে
ক্যাডার বাহিনী ভেঙে করে সব চুরমার।

কান পাতলেই কান্না বিলাপ শোনা যায়
ঘুমের মধ্যে শিশুরাও ভয়ে আঁৎকায়;
প্রবঞ্চিতের **দোরাইলে কাঁপে আসমান
অতীত কখনো দেখেনি এ মাৎসন্যায়।

*দলন করে
**অতি উচ্চৈঃস্বরের রোদন (নোয়াখালির আঞ্চলিক শব্দ, ব্যুৎপত্তি অজ্ঞাত)।