বুলবুল তালুকদারের কবিতা  “কেউ কুড়িয়ে নেয় নি ! “

এই হৃদয় বাগানে অনেক ফুল ফোঁটা ছিলো
কেউ কুড়িয়ে নেয় নি !
চন্দ্রলোকের আলোকবর্তিকায় কতবার ছায়া হয়ে ছিলেম
কেউ তা দেখে নি  !
আকাশে মেঘের কোণে বিজলি হয়ে জ্বলেছি কত
সে আলো কেউ ছুঁয়ে দেখে নি !
সূর্যের তীক্ষ্নতার মাঝেও নিজেকে হারাই নি কভু
কেউ তা বুঝে নি !
নদীর জলে ঢেউয়ের বিপরীতে নিজেকে ভাসিয়ে রেখেছি অনেক
কেউ তীরে টানে নি !
ঝড় বায়ুর ঘূর্ণির সাথে লড়ে সোজা দাড়িয়ে থেকেছি
কেউ প্রশ্বাসে দুঃখ ঝড়েনি !
পাখিদের মত ডানা মেলে উড়েছি ভালোবাসার খোঁজে
সে ভালবাসা নিথুর রয়ে গেছে  !

জীবন সান্নিধ্যে কত প্রশ্নের মুখোমুখি হই
কোনো উওর আসে না !
সময় গুলোকে একত্রিত করে ওজন ধরেছি
নিক্তিতে দাগ কাঁটে না !
বিহ্বলীত হই কভু কভু জীবন পংক্তি চয়নে
ভাষা খুঁজে পাই না !
দূর থেকে দূরেই বয়ে চলছে জীবনের বাহন
এ এক অদ্ভুত অবকাশ  !
তবুও
আছি নিজেস্বতায় , একাগ্রতায় বন্ধন চিরে
ভালোবাসার আকাশ কে ঘিরে ।

 

বুলবুল তালুকদার 

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.