
OLYMPUS DIGITAL CAMERA
রাজপথের ধুলো আজ শিশুর পায়ের নিচে
স্কুল ইউনিফর্মে লাখো শিশুরা আজ
আকাশ পানে মুষ্টিবদ্ধ কোমল হাতের
তীব্র আওয়াজ ।
ক্ষমতাসীনদের আস্ফালন চিৎকার চেঁচামেচি !
ঘুণে ধরা সমাজের মাথায় ঘোল
শিশুর বিবেক দেখে বাজে মাথায় ঢোল ।
সমাজের চোখের কালো পর্দা সরিয়ে
শিশুরা দেখায় বুদ্ধিদীপ্ত দিয়ে
কেমন সমাজ চাই ?
বিবেকবানেরা হতভম্ব , নিরব , স্তব্ধ
কোথায় যেন স্বার্থের টান লেগেছে বড্ড ।
জনতা চেয়ে দেখে এলিটদের কর্ম
নীতি কথায় বড় আওয়াজ
নীতিতেই নেই ধর্ম !
ক্ষমতায় অদক্ষতার নিরাশার কর্মকা
শিশুরা দেখে আর হাসে সর্বদা ।
চোখে আঙুল দিয়ে শিশুরা দেখায়
সমাজের কর্তারা কতটা বেহায়া !
বুদ্ধিদীপ্ত শিশুদের নিয়ে আজ মেতেছে ,
খেলায় !
সরকার প্রধান থেকে সুশীলদের মেলায় ।
কথাবানে জড়িয়ে করছে তাদের অবহেলা
স্বার্থ না খোয়া যায় এ অবেলা ।
দৃশ্যমান কিছুই নেই
মন্ত্রী থাকেন বহাল !
সুশীলরা হেসে হেসে ক্ষমতার পা চেটে
বাজান তাল ।
উচ্চস্বরে সুশীলরা শোনান কথার মারপ্যাঁচ
সমাজ চেয়ে দেখে
এর নেই যে কোনো শেষ ।
সময়ে সময়ে ৪৭ বছর পার !
ক্ষমতার মোহই তাদের আসল অবশেষ ।
হে চপলমতি, হে কোমলমতি
তোমরা দেখিয়েছো সমাজের নগ্ন রূপ !
তোমাদের পাণে করি ,
মাথা নত ।
তোমরা মোদের দেখিয়েছো যত
ভুলিবার নয় , এ সমাজের ক্ষত ।
কষ্ট নিয়েই বলি আজ , তোমাদের সনে
ফিরে যাও ঘরে আপন মনে ।
চেয়ে দেখো
শকুনেরা এখন আকাশে উড়ে
ওদের থাবা এখন তোমাদের তরে ।
এ নগ্ন সমাজ যদি এখনও বুঝিতে না পারে
কিছুই হইবার নয় শতবছর পরে ।
এ সমাজের বাতাস অনেক ভারী
এ বাতাস সইবার নয় ।
বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক ,শুদ্ধস্বর ডটকম