লিখবো না আমি
লিখবো না আমি কোনো পরিবর্তনের কথা
লিখবো না কোনো দাবীর কথা
লিখবো না আমি তোমাদের দায়িত্বের কথা
তোমাদের অবহেলার কথা ।
লিখবো না আমি কিছুই , লিখবো না তোমাদের
অসুস্থ মস্তিষ্কের ঘুণে ধরা আমলাবাজির কথা
লিখবো না তোমাদের তোষামোদির কথা ।
তোমাদের
তোষামোদির কথা লিখতে আমার ঘৃণা হয়
তোমাদের অবনত মাথাতেই যত ভয় ।
তোমরা মতলববাজ , তোমদের রক্ত চক্ষুর  চাহন
আমাকে ভাবিয়ে তোলে ।
এদেশ তোমাদের কাছে বন্ধি !
এ দেশের সাথে নেই তোমাদের কোনো সন্ধি !
তোমরা একি গোয়ালের একি প্রাণী
টাকার লোভে টানো ঘৃণিত ঘানী ।

এদেশের জন্য তোমরা প্রলয়ংকর , তোমরা ভয়ংকর
তোমরা নিজেকে ভাবো মহাজন
তোমরা জনতার নও আপনজন !
তোমরা যাতনা , তোমরা হুল ফোটানো বেদনা
তোমাদের একটাই বাসনা
নিজেকে রাখো স্বনির্ভর,
জনতার টাকায় তোমরা হয়েছো বর্বর ।

লিখবো না আমি , লিখবো না আমি কিছুই
লিখবো না আমি
তোমাদের হায়নার ভয়ংকর রূপের আগ্রাসীর কারণ
লিখবো না তোমাদের আস্ফালনের উচ্চ ধরণ ।
তোমাতে তুমি পচে গলে যাও
তুমি রক্ত শুষে দেশকে নাচাও !
এ জনতা জাগবে যেদিন
জল পাবে না মরার দিন ।
তোমরা স্বাধীন দেশের মর্মবাণী ,অন্তরে ধরোনি !
সাম্যে সমতার রূপকে কভু গ্রহণ করোনি ।
লাখো জনতার রক্ত নিয়ে খেলেছো অবিরত !
তোমরা স্বাধীন দেশের বড় ক্ষত ।
লিখবো না আমি
লিখবো না আমি তোমাদের লজ্জার কথা
তোমরা লজ্জিত হও না !
লিখবো না জানি
তবে শোনাবো এবার আশ্বাসের বাণী ।
দেশের ভবিষ্যতেরা জেগেছে আজ
শিশু কিশোরেরা করে পুলিশের কাজ !
লজ্জিত হয় না ক্ষমতার রাজ
কোমলমতিদের মাথায় পরাবো তাজ ।
যুদ্ধ জয়ী স্বাধীন দেশে
সবাই আছে চপলমতিদের পাশে
ভবিষ্যতে ওরা উঠবেই হেসে
নতুন আলো আনবে ওরাই
তোমার আমার বাংলাদেশে ।

বুলবুল তালুকদার

সহকারী সম্পাদক ,শুদ্ধস্বর ডটকম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.