আজ মঙ্গলবার বিকেলে বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা মহানগর শাখার সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র  রাকিন আবসার অর্ণবের উপর হামলা চালিয়েছে কিছু বহিরাগত সন্ত্রাসী।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী  আজ বিকেল ৫ টার দিকে অর্ণব পরীক্ষা দিয়ে বের হচ্ছিলেন।এ সময় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে স্থানীয় যুবলীগের সন্ত্রাসীরা তার উপর এ হামলা চালায়।অর্ণব কিছুদিন আগে শিক্ষার্থীদের সাথে নিরাপদ সড়ক  চাই আন্দোলনে যুক্ত ছিলেন,এই অভিযোগে তাকে মারধর করা হয়।হামলার পর সন্ত্রাসীরা রাকিন আবসার অর্ণবকে প্রায় দেড় ঘন্টা ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখে।

অর্ণবকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার পর বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয়  সভাপতি ইকবাল কবীর ও সাধারণ সম্পাদক দিলীপ রায় এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতিতে বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া নিরাপদ সড়ক চাই আন্দোলনে যুক্ত থাকায় রাকিন আবসার অর্ণবের ওপর এই হামলা চালানো হয়।শুধু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় নয় সব শিক্ষা প্রতিষ্ঠানেই আন্দোলনের সংগঠকদের ওপর হামলা চালানো হচ্ছে।এতে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.