
OLYMPUS DIGITAL CAMERA
দু চোখের লোনা জলে ভিজেছে বুক
তবুও ভিজেনি , কভু বুকের ভাষাগুলো !
বুকের ভিতর
পাথর চাপায় নিঃশ্বাস প্রশ্বাস , অবিচল
তবুও বলা হয়নি বন্ধ পিঞ্জরের ভাষাগুলো ।
মস্তিষ্কের ভিতর শত অংক কষেছি
যোগ বিয়োগ ভাগ
কখনো মিলাতে পারিনি সরল অংকগুলো ।
দিবালোকের মত পরিষ্কার ছিলো
মনের চাওয়া গুলো
হয়নি চাওয়া আর সেই আশাগুলো ।
ভাবনায় ছিলো কেবলি পায়ের নিচের মাটি !
শক্ত হতে হবে ।
মাটি আজ শক্ত বটে , তাতে কি ?
এ শক্ত মাটি আজ চোরাবালি হয়ে দেখা দেয় !
কতবার সামনে দাঁড়িয়েছি দৃঢ়চেতা মনে
নিজের সত্বায়
বয়স দিয়েছে বাঁধা !
বয়সে বয়সে আজ সীমানা পেরিয়ে , এই বয়সই
জীবনের যত ধাঁধা ।
জীবন বুঝি এমনি হয় ? সঙ্গা নাহি বুঝি !
ছিলো কেবল সময়ের গড়মিল , তবুও
সেই জীবন কেই কেন খুঁজি ?
খুঁজিতে খুঁজিতে জীবন নদী , কুল কিনারা হীন !
ভাঙিছে শতবার হৃদয় মোহনা
তবুও জীবন চলে !
জীবন চলে শর্ত বিহীন ।
ভাবিনা আমি পিছু ফিরে আর ,ভাবিনা হৃদয় বাসনা
সময়ে সময়ে ক্ষয়িষ্ণু আজ
হৃদয়ের সব যাতনা ।
জীবন তো ছোট্ট কাহিনী, হবে কভু নিঃশেষ
উতলা কেন ?
অকারণে কেন এত সখ ?
জীবন , সে তো কেবলি নিয়ামক ।
বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক ,শুদ্ধস্বর ডটকম