
বিএনপি অনেকদিন ধরে জনসভা করতে চেয়ে পুলিশের অনুমতি না পেয়ে অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেছে । মন্ত্রী তাদের অনুমতই দেয়ার আশ্বাস দিয়ে বলেছে বিষয়টি পুলিশের এখতিয়ার তার পরেও তিনি দেখবেন,মন্ত্রীর এই আশ্বাসে বিএনপি নেতারও আশ্বস্ত হয়েছেন, তারা আশাবাদী এবার অনুমতি মিলতে পারে। এখানে উল্লেখযোগ্য যে বিএনপি ছাড়া সরকারপন্থি অন্যান্য দল গুলো জনসভা করেছে, তাদের অনুমতি পেতে কোন অসুবিধার কথা শোনা যায় নি । বিএনপির অনুমতি না পাওয়া নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন নাগরিক সমাজ এবং রাজনীতি বিশ্লেষকরা । ২৯ শে মার্চ বিএনপি জনসভা করতে চেয়েছে তারা পুলিশের অনুমতি পাবে কি না তা হয়তো আজকালের মধ্যে স্পষ্ট হবে ।